মহান স্বামী
আমি নারী,তুমি পুরুষ
তুমি আমার মহান স্বামী,
বাঁকা হলেও ‘সোনার আংটি’
দোষবিহীন, অনেক দামী !
রঙটি আমার কাঁচা সোনা
মুখটি যেন পটে আঁকা
‘দু’লাখ’ তবু করলে দাবী
ও যে তোমার ‘প্রাপ্য টাকা’
!
রূপে লক্ষ্মী গুনে আমি
যতই না হই সরস্বতী
আদেশ তোমার মানতে হবে
করতে হবে আমায় নতি !
আমি নারী,তুমি পুরুষ, তুমি আমার মহান স্বামী !
তোমার গায়ের রঙটি নিয়ে
জন্ম নিল কন্যা যেই
দোষ পেলে আমার তুমি
‘পেটের কোনও গুন-ই নেই’ !
অফিসে যাও আমার পরে
ফিরে আসো আগে,
ঘর-সংসার,বাচ্ছা দেখা
সবই আমার ভাগে ।
বন্ধু তাস আড্ডা পার্টি
চুটিয়ে চলে রবি শনি,
আমার এসব করতে মানা
বসে উলের টুপি বুনি ।
তোমার দুটো হাঁচি হলে
নার্সিং হোমে ভর্তি হবে,
আমার বেলায় ‘ও কিছু নয়’
‘আপনা হতেই সেরে যাবে’ !
ছেলেমেয়ের পড়া নিয়ে
প্রাণপাতটি আমি করি,
প্রাইজ নিয়ে বাড়ী এলে
ক্রেডিট টা যে সেই তোমারই
!
মেয়ের বিয়ে,ছেলের চাকরী
সবই হল সময়ে
ঘানি টেনে চলছি তবু
এই সংসার বলয়ে ।
স্বামী,পুত্র,কন্যা এঁদের
সবার জন্য বেঁচেছি,
নিজের মত বাঁচার জন্য
সময় খুঁজে চলেছি ।
তিরিশ বছর পেরিয়ে গেল
পায়ের শেকল খুলল না,
চালডালেরও দাম বাড়ে হায়
আমার দাম আর বাড়ল না !
আমার শখ আমার সাধ
তোমার কাছে অদামী
তোমার মেকী দর্পছায়ায়
মিলিয়ে গেলাম এই আমি ।
আমি নারী,তুমি পুরুষ,তুমি আমার মহান স্বামী !
0 comments:
Post a Comment