Bengali Poems

Read Bengali poems & short stories by Rina Ghosh. Please feel free to comment on the posts.

নতুনতায় নতুন



নতুন বছর,নতুন আশা, নতুন কিছু প্রেমের ভাষা
নতুন দেহের নতুন প্রাণের নতুন ধরায় বাঁচতে আসা ।
নতুন সে এক দৃষ্টি নিয়ে নতুন করে দেখতে চাওয়া
নতুন ভালবাসার টানে নতুনভাবে হারিয়ে যাওয়া ।
নতুন মনের নতুন বীণায় নতুন সুরের নতুন তান
নতুন রবির নতুন আলোয় নতুন ভোরের পাখীর গান ।
নতুন মেঘের নতুন রঙের নতুন সাজের নীল আকাশ
নতুন বেলায়,নতুন দোলায় দুলিয়ে দিলো মৌ বাতাস ।
নতুন ছোঁয়ায় ,নতুন মায়ায় নতুনতার এই কায়া
নববর্ষে মিলিয়ে যাক সব হারানোর সেই ছায়া ।

0 comments:

Post a Comment