আমি দিক,আমি দিশা,
আমি তপ্ত মরুভুমির ঘরের আকুল করা তৃষা,
আমার শ্বাসে জড়িয়ে আছে মহুয়া ফুলের নেশা
আমার কাজল চোখে হারায় বনপলাশীর ভাষা,
আমার মায়াজালে বাঁধা প্রেম আর ভালবাসা,
বিদিশার –ই নিশা আমি মোহ সর্বনাশা,
প্রতীক্ষাতে যুগ কেটে যায় আমায় বাঁধার আশা ।
0 comments:
Post a Comment