Bengali Poems

Read Bengali poems & short stories by Rina Ghosh. Please feel free to comment on the posts.

একটি সকাল


শীতল  হাওয়ার  আলতো  ছোঁয়ায়
জাগল  কাঁপন  চোখের  পাতায়,
নিদ্রাতুর  স্বপ্নেভরা
             দুচোখ  মেলে  দেখি,
জ্বলছে  কিরণ  পাতায়  পাতায়
              গাইছে  সুখে  পাখী ।
সবুজ  ঘাসের  শিশিরবিন্দু
               মুক্তো  হয়ে  জ্বলে,
এমন  ক্ষণে  তোমার  স্মৃতি
               মন-মুকুরে  দোলে,
স্রোতস্বিনী  নদী  হয়ে  ভাসায়  পলে  পলে ।।

                                        রিনা  ঘোষ 

0 comments:

Post a Comment