প্রার্থনার পরবাসে স্থায়ী
হয়ে থাকে
আমার তৃষিত নয়ন -
রন্ধ্রে রন্ধ্রে ঘোরে
ফেরে
আগরবতির আহত সুবাস ।
‘ ওম্ ‘ নাদের ঝঙ্কারে
ছিঁড়ে যেতে চায়
লাল-নীল সব শিরা ।
বিশালতার অসীম তরঙ্গে
ভাসমান
আমার ‘ আমি ‘ –
পা ছুঁয়ে দিয়ে
যায় শঙ্খচিলের
মসৃণ পেলব ডানা ।
অচেনা সুখের নীল
দরিয়ায়
অবগাহনে নগ্ন শরীর -
তৃষ্ণা নেই , দহন
নেই ,
নেই কোন সর্প-বিষের
জ্বালা ।
অনুভুতির সুমেরু বিন্দুতে
আঁকশী দিয়ে টাঙ্গানো
আমার হৃদয় –
বিস্তীর্ণ শূন্যতায় মিশে
যেতে যেতে
চেতনা বলে দিয়ে
যায় –
“ আর হবেনা ঘরে
ফেরা “ ।।
রিনা ঘোষ
0 comments:
Post a Comment