রেললাইনের জলার ধারে ঝুপড়ি ঘরে বাস
চোখের জলে তেষ্টা মেটাই অভাব বারমাস ।
বাপ মাঠের ভাগের চাষি মা কাগজ কুড়োয়
পান্তা আনার যোগাড়েতে ঘরের নুনও ফুরোয় ।
সবে ষোল ফ্রক ছেড়ে শাড়ী ধরেছি
জীবনটা কি এইবয়সেই বুঝে গিয়েছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
শীর্ণ কলেবর ঢাকি দিয়ে জীর্ণ শাড়ি
শুকনো মুখে রোজ দুবেলা যাই বাবুদের বাড়ী
।
গিন্নিমাদের চ্যাটাং কথা, বাবুর লোভী হাত
গায়ে কিছুই লাগেনা আর, এসব জলভাত ।
হেজা হাতে এঁটো বাসন মেজে চলেছি
সেই হাতেতেই মেহেন্দী আঁকার স্বপ্ন দেখেছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
বাবুর বাড়ীর মেয়ের মত আমার হবে বিয়ে
আমিও শ্বশুরবাড়ি যাবো ঘোমটা মাথায় দিয়ে ।
বরের সাথে ঘুরতে যাবো চড়ে দামী গাড়ী
করতে হবেনা ঝি-গিরি লোকের বাড়ী বাড়ী ।
স্বপ্ন দেখায় পেটের খিদে ভুলে গিয়েছি
খালি পেটে কল্পনার জাল বুনে চলেছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
রঙ্গিন নেশার স্বপ্ন নিয়ে নাগর খুঁজে পেলাম
কলেজ-পড়া বাবুর ছেলের কথায় গলে গেলাম ।
মধু খেয়ে প্রজাপতি হঠাৎ উড়ান দিল
ঝি-গিরি কাজের সাথে ইজ্জতটাও গেল ।
সভ্য সমাজের চোখে কুলটা হয়েছি
সাহস করে জারজ শিশুর জন্ম দিয়েছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
কালের চাকা ঘুরে গেছে, স্বপ্ন গেছে চুকে
দুখের বোঝা বয়ে বয়ে কাঁধ গিয়েছে ঝুঁকে ।
আসেনি কেউ হাত বাড়িয়ে মুছতে চোখের জল
জীবন যে তাই শিখিয়েছে একলা রে তুই চল ।
বাঁচতে গেলে লড়তে হবে বুঝতে পেরেছি
আজ লড়াই করে বেঁচে থাকা শিখে গিয়েছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
সেলাই করে, ঠোঙ্গা বেঁধে রাত করেছি পার
কুমারী মায়ের ছেলেটা আজ আই.এ.এস. অফিসার ।
পাঁচ কামরার বিশাল ঘরে আজ আমাদের বাস
দামী গাড়ী, দামী খাবার সুখ যে বারোমাস । হার মানিনি, জীবন-যুদ্ধে জিতে
গিয়েছি আজ হাতের মুঠোয় স্বপ্নটাকে ধরে
ফেলেছি ।
“সত্যি বলছি আমি সত্যি বলছি” ।।
0 comments:
Post a Comment