আমি যদি হতাম ‘গোরী’
তুমি হতে ‘কালা’,
তোমার গলায় পরিয়ে দিতাম
ঘেঁটু ফুলের মালা
।
তুমি যদি হতে আমার
চিড়ে মুড়ি খই,
উপোষ দিনে তোমায় খেতাম
মাখিয়ে মিষ্টি দই ।
তুমি যদি হতে আমার
পুষু বেড়াল ছানা,
আদর করে মোচড় দিয়ে
দিতুম ল্যাজে টানা ।
তুমি যদি হতে আমার
গায়ের ছেঁড়া কাথা,
সূঁচ ফুটিয়ে সেলাই করে
জুড়িয়ে দিতুম ব্যাথা ।
তুমি যদি হতে আমার
গাঁদাল পাতার ঝোল,
নাক টিপে খেতুম যখন
পেটের গণ্ডগোল ।
তুমি যদি হতে আমার
ক্যানভাসের জুতো,
পা গলিয়ে ফুটবলেতে
মারতাম এক গুঁতো ।
এইটি আমার দশম প্রেমের
তোমায় লেখা চিঠি,
আশা করি খুশীর চোটে
বাজিয়ে দেবে সিটি ।
বুঝে দ্যাখো তোমায় আমি
ভালবাসি কত,
কোথাও খুঁজে পাবেনা তো
মেয়ে আমার মত
!!
0 comments:
Post a Comment