মহান স্বামী
আমি নারী,তুমি পুরুষ
তুমি আমার মহান স্বামী,
বাঁকা হলেও ‘সোনার আংটি’
দোষবিহীন, অনেক দামী !
রঙটি আমার কাঁচা সোনা
মুখটি যেন পটে আঁকা
‘দু’লাখ’ তবু করলে দাবী
ও যে তোমার ‘প্রাপ্য টাকা’
!
রূপে লক্ষ্মী গুনে আমি
যতই না হই সরস্বতী
আদেশ তোমার মানতে হবে
করতে হবে আমায় নতি !
আমি নারী,তুমি পুরুষ,...