আঁধার আমার ভাল
লাগে
ভাল লাগে
নিকষ কালো রঙ,
সুরেলা জীবন রাখে
না কোন মানে
ছন্দহীনতায় বেহায়া
বেঢঙ্গ ।
জঙ্গধরা ভালবাসা দরজাতে
ভাষাহীনতায় জর্জর
পাংশু মুখ,
তৃষ্ণায় ফেটে যায়
বুকের পাঁজর
দহনতায় খেলা
করে অনাহুত সুখ ।
কালনাগিনীর নিঃশ্বাসের কালো
বিষ
পান করে
উন্মাদনায় মত্ত অধর,
কাপালিকের লাল বস্ত্রের উল্লাস
শ্মশান-ভূমিতে গুঞ্জে রাত্রি
প্রহর
।
প্রতিকুলতার পরকাষ্ঠায় মুখ গুজে
আহত হৃদয়
তবু বলে যায়,
চাঁদের রূপোলী জলে
শোয়ানো আছে প্রেম
অহল্যার মত
আমার প্রতীক্ষায় ।
0 comments:
Post a Comment