আমার সকল নিয়ে বসে আছে
সে যে আমার
প্রাণের সই,
তাঁর প্রেমেরই মহুয়াফুলের
বেহুঁশ নেশায় মাতাল হই
।
তাঁর চাওয়াতেই কৃষ্ণচূড়া
রাঙ্গিয়ে দিল অবুঝ মন,
তাঁরই আশায় পায়ের নুপুর
উঠলো বেজে ছনন ছন
।
তাঁর হাওয়াতেই দোলে
হৃদয় বৃন্তে ফোটা
লাল কুসুম,
তাঁর ছোঁয়াতেই জাগল রবি
ভেঙ্গে রাতের নিঝুম
ঘুম ।
তাঁর তালেতেই মেলে পাখা
নাচল উদাম বন
–ময়ূর,
তাঁর ইশারায় গাইল পাখী
নাম-না-জানা অচিন সুর ।
আসবে কখন সেই
প্রিয় সই
আমার মনের জানলাতে,
অপেক্ষাতে দিন কেটে
যায়
ঘুম আসেনা
রোজ রাতে ।
0 comments:
Post a Comment