Bengali Poems

Read Bengali poems & short stories by Rina Ghosh. Please feel free to comment on the posts.

আজও সুপ্রিয় !

আজও তোমাকে স্বপ্নে দেখি সুপ্রিয় ! আজও তোমায় ভেবে আমার চেতনা হয় এলোমেলো । রৌদ্রবিধুর নিস্তব্ধ দুপুরের সেই অস্থির প্রণয়ের ছবিগুলি আজও আমায় বিবশ করে দেয় । বৃষ্টি ধোয়া তরল সন্ধ্যায় আজও তেমনি করে শিহরিত হয় শরীর সেই একই ছাতার তলায় ভেজার রোমাঞ্চে । আজও আমার শরীরী-সঙ্গীতে তোমার দেওয়া সুর কল্লোলিত নদীর প্রবাহ হয়ে বয়ে যায় । আন্দোলিত বসন্তের হাওয়ায় তোমার বনজ ঘ্রাণ আজও আমার সুতীক্ষ্ণ নিভৃতিকে করে দেয় ছিন্নভিন্ন । গভীর সৌহার্দের সেই রাজকীয় মুহূর্তগুলো আজও আমার কল্পনদের ঝর্নাতলায় স্নানরতা । আজও আমার নিঃশ্বাসে তোমার উষ্ণ...

আমি সত্যি বলছি

রেললাইনের জলার ধারে ঝুপড়ি ঘরে বাস চোখের জলে তেষ্টা মেটাই অভাব বারমাস । বাপ মাঠের ভাগের চাষি মা কাগজ কুড়োয় পান্তা আনার যোগাড়েতে ঘরের নুনও ফুরোয় । সবে ষোল ফ্রক ছেড়ে শাড়ী ধরেছি জীবনটা কি এইবয়সেই বুঝে গিয়েছি । “সত্যি বলছি আমি সত্যি বলছি”  ।। শীর্ণ কলেবর ঢাকি দিয়ে জীর্ণ শাড়ি শুকনো মুখে রোজ দুবেলা যাই বাবুদের বাড়ী  । গিন্নিমাদের চ্যাটাং কথা, বাবুর লোভী হাত গায়ে কিছুই লাগেনা আর, এসব জলভাত । হেজা হাতে এঁটো বাসন মেজে চলেছি সেই হাতেতেই মেহেন্দী আঁকার স্বপ্ন দেখেছি ।   “সত্যি বলছি আমি সত্যি বলছি” ।। বাবুর বাড়ীর...