আমি যদি হতাম ‘গোরী’
তুমি হতে ‘কালা’,
তোমার গলায় পরিয়ে দিতাম
ঘেঁটু ফুলের মালা
।
তুমি যদি হতে আমার
চিড়ে মুড়ি খই,
উপোষ দিনে তোমায় খেতাম
মাখিয়ে মিষ্টি দই ।
তুমি যদি হতে আমার
পুষু বেড়াল ছানা,
আদর...