Bengali Poems

Read Bengali poems & short stories by Rina Ghosh. Please feel free to comment on the posts.

একটি প্রেমের চিঠি

আমি  যদি  হতাম  ‘গোরী’         তুমি   হতে ‘কালা’, তোমার  গলায়  পরিয়ে  দিতাম        ঘেঁটু  ফুলের  মালা । তুমি  যদি  হতে  আমার        চিড়ে  মুড়ি  খই, উপোষ  দিনে  তোমায়  খেতাম        মাখিয়ে  মিষ্টি  দই । তুমি  যদি  হতে  আমার        পুষু  বেড়াল  ছানা, আদর...

সাগরের খোঁজে

সাগর তোমার শিরায় শিরায় বণ্য অনুভুতি হাজার ঘোড়ার শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঢেউ । সিক্ত জমির স্নিগ্ধ নীড়ে তন্দ্রাতুরা মন বিবশ হয়ে কেঁপে ওঠে জানেনা তো কেউ । কোন সে ক্ষণে উদাস মনে লতার কথকতা লাজুক হাসির দোল জাগানো স্বপ্ন হয়ে ভাসে ।   শিরীষ গাছের পাতার ফাঁকে দ্বিপ্রহরী ছায়া ধুসর মায়ার আভা  হয়ে ঘোরে আশেপাশে । নীরব প্রেমের গোপন ঘরে সমাদৃত স্মৃতি স্রোতস্বিনী যেন সে এক কল্লোলিনী নদী । কুল ছাপিয়ে এক লহমায় সাগর হয়ে যাবে ভ্রান্ত সুজন উজান বেয়ে কাছে আসে যদি...

মিনির কথা

“দিদিমণি ! আমার হয়ে গেছে । দেখবে এখন ?” হোমওয়ার্কের খাতাটা উঠিয়ে মিনি আমার দৃষ্টি  আকর্ষণ করার চেষ্টা করে । “দাও, দেখি ।” আমি হাত বাড়িয়ে খাতাটা নিই । পাঁচটা বাক্যরচনা করতে দিয়েছিলাম । দৃষ্টি ফেলতেই চোখ কপালে উঠলো । “একি !” সে লিখেছে- গমগম্- পায়রা গমগম ভক্ষন করে  । গোধূলি- ধুলোর ওপর দিয়া  গরু হাঁটিয়া যাইলে গোধূলির উৎপত্তি হয় । চরাচর- কড়া রোদে বাহির হইলে গা চরাচর করিয়া ফাটিতে থাকে । হর্ষ- হর্ষবর্ধনকে তাহার মাতা আদর করিয়া ডাকিত হর্ষ । দম্পতি- এক দম্পতি দুঃখের কথা ভাবিতে ভাবিতে হঠাৎ মরিয়া গেল । এই হল আমার ছাত্রী...