শীতল হাওয়ার আলতো
ছোঁয়ায়
জাগল কাঁপন চোখের পাতায়,
নিদ্রাতুর স্বপ্নেভরা
দুচোখ মেলে দেখি,
জ্বলছে কিরণ পাতায় পাতায়
গাইছে সুখে পাখী
।
সবুজ ঘাসের শিশিরবিন্দু
মুক্তো হয়ে জ্বলে,
এমন ক্ষণে তোমার স্মৃতি
মন-মুকুরে দোলে,
স্রোতস্বিনী নদী হয়ে
ভাসায় পলে পলে ।।
রিনা ঘোষ