ও গিন্নী চল মানাই প্রেমের চতুর্দশী ।
হইনা আমি বাহাত্তুরে তুমি ষাটের শেষে
ফুরফুরে এই মন যেতে চায় প্রেম জোয়ারে ভেসে ।
আজকালকার প্রেমিক জোড়া যেমন করে ঘোরে
তেমন করে জড়িয়ে তোমায় ঘুরতে ইচ্ছে করে ।
তোবড়ানো এই গালে আমার মেরে হাল্কা টুসকি
ফোকলা দাঁতে ছড়িয়ে দিও মিষ্টি হাসির ফুলকি ।
লাল গোলাপ গুঁজে রেখো পাকা চুল খোলা রেখে
রেখায় ভরা মুখটি তোমার দেখবো ঘোলা চোখে ।
শীর্ণ হাতে হাত জড়িয়ে সিনেমা দেখতে যাবো
হনিমুনের সেই কটা দিন আবার ফিরে পাবো ।
রেস্টুরেন্টে বসে হবে ক্যান্ডেললাইট ডিনার
চকলেট আর টেডি বিয়ার দেবো উপহার ।
রাম শ্যাম যদু ও মানায় ভ্যালেন্টাইন ডে
আমরা কেন রইব পিছে কি বলবে কে ?
আজ ভাবো না আমার একুশ তুমি অষ্টাদশী
চল চুটিয়ে মানাই আমরা প্রেমের চতুর্দশী ।
রিনা ঘোষ
0 comments:
Post a Comment