জীবন,
তুমি মদির মোহক গন্ধ নিয়ে
মোর চেতনায় এসো
স্পর্শ কোরো মন –
আমি কস্তুরী হয়ে যাবো ।
বাস্তব,
তুমি সবুজ ঘাসের মুক্তাঙ্গনে
নগ্ন পায়ে হেঁটো
নূপুর পায়ের পরশ –
আমি শিশির হয়ে যাবো ।
স্বপ্ন,
তুমি সুমেরুর শ্বেত প্রান্তরে
হিমধারা হয়ে নেমো
সফেন তুলোর স্নান –
আমি তুষার হয়ে যাবো ।
যন্ত্রণা ,
তুমি অচেতনার দ্বার দিয়ে
চৈত্রের হাওয়া হয়ে এসো
উড়িয়ে দিও মন –
আমি পলাশ হয়ে যাবো ।
সুখ,
তুমি নীরব রাতের কুহকতায়
চন্দ্রিমা হয়ে ভেসো
রুপোলী আলোর জোয়ার –
আমি পূর্ণিমা হয়ে যাবো ।
কামনা,
তুমি ঝিনুক প্রবাল মুকুট পরে
ঢেউয়ের সঙ্গে নেচো
ফেণায় ফেণায় মিশে –
আমি সাগর হয়ে যাবো ।
কান্না,
তুমি কৃষ্ণঘন মেঘের থেকে
বৃষ্টি হয়ে ঝোরো
বারিধারার স্রোতে –
আমি নদী হয়ে যাবো ।
তৃষ্ণা ,
তুমি রঙ্গিন পাখা মেলে দিয়ে
বলাকার মত ভেসো
সূর্য তোরণ দিয়ে –
আমি আকাশ হয়ে যাবো ।
আর প্রেম,
তুমি কুবেরের ঐশ্বর্য নিয়ে
আমার দ্বারে এসো
উজাড় কোরো ঝুলি –
আমি ফকির হয়ে যাবো ।
0 comments:
Post a Comment