তোর সঙ্গে মাঝগাঙ্গেতে লাফ দিয়ে ঝাঁপ দিতে পারি
তোর সঙ্গে নগ্ন পায়ে তপ্ত বেলায় হাঁটতে পারি
তোর সঙ্গে মোহন বীণায় ধ্রুপদ হয়ে বাজতে পারি
তোর সঙ্গে আঁধার রাতে জোনাক হয়ে জ্বলতে পারি
তোর সঙ্গে মগ্ন সুখে ভোরের আবীর মাখতে পারি
তোর সঙ্গে যন্ত্রণাতে বুকের পাঁজর ভাঙ্গতে পারি
তোর সঙ্গে হাসি হয়ে শিশুর মুখে খেলতে পারি
তোর সঙ্গে আঁচল হয়ে অশ্রু মায়ের মুছতে পারি
বন্ধু রে তুই থাকলে পাশে জীবন যুদ্ধে জিততে পারি
তোর জন্য হাসতে হাসতে প্রাণটাকে পণ রাখতে পারি ।।