ঝুমকো লতার ঝুমকো দুলের
ঝুম ধরানো সেই দুপুর,
টিপিটিপি পায়ে ফেরে
পরিণীতার পায়ের নূপুর ।
ছলক দিয়ে ছলকে ওঠে
জলকে চলা তাঁর
কলস,
হরষ ভাসে আশার আশে
খুশী ভরা
উষ্ণ পরশ ।
দ্রিমি দ্রিমি তালে দোলে
দামাল মাতাল মাদল
বোল ,
কলকল কল্লোলিনীর
কালের সুরের কলরোল ।
মন মানাতে মনমোহিনীর
মনোহারী মণিহার,
গলায় দিয়ে সোপান বেয়ে
স্বপনপুরে দেয় সে পার ।
দিনের শেষে নেশার বিষে
নিরাশারা শূন্যে ভাসে,
আশ্বাসের আশা নিয়ে
আষাঢ় মাসে আবার আসে ।
ঝরঝর বারিধারায়
ঝিরিঝিরি ঝরণা
ঝরা,
রূপকুমারীর রূপের আলোয়
রূপোলী মন পাগলপারা
।
মল্লিকার এই মালা দিলো
মন মালঞ্চের কোন মালী,
প্রিয়জনের পদতলে
খালি হল পূজার
থালি ।
অরণ্যেরই গহনতায়
অরুণ আলোর নতুন ভোর,
দর্পহারার দীপ্তি নিয়ে
দেদীপ্যমান প্রানের
ডোর ।
চামেলি ও চম্পা
যূথী
চয়ন করে
বরণ-ডালা
রঙ্গে রঙ্গে রঙ্গিন
হয়ে
রাঙাল এই
বর্ণমালা ।