মুকুরে মুখ দেখিনি কখনো-
ছিনু উদ্দাম গরবিনী , দর্প আমার সীমাহীন,
পদপিষ্টে দলিত করেছি চরণে রাখা ফুল ,
তোমার যন্ত্রণায় ছিনু আমি চরম উদাসীন ।
আজ আমার অজস্র ভাঙ্গাচোরা অশীতিপর মুখে
তোমার জন্য দীর্ঘ হাহাকার –
জরাজীর্ণ কাঁপা কাঁপা হাত
খুঁজে পেতে চায় পরশ তোমার
ক্ষীণ আঁখিতে চলে আসে অশ্রু বারংবার ।