
আবার এসে গেল সরস্বতী পূজো। প্রতিবারের মত এবারও miss করছি কলকাতাকে। সরস্বতী পুজো মানে nostalgia! সেই পুজ়োর আগে সারা সন্ধ্যা School-এ থেকে ঠাকুর সাজানো, পুজ়োর দিন সকালে মায়ের শাড়ী পরে কিশোরী সরলতাকে চাপা দিয়ে যুবতী হবার চেষ্টা, সেই সারাদিন এ School ও School ঘুরে ঘুরে লুচি আলুর দম বা খিচুড়ী খাওয়া, সদ্য গোঁফ ওঠা কিশোর অথবা কৈশোর পার হওয়া যুবক সব্বাইকে প্রেমিক...