জ্বলছে আগুন বুকে মোদের
জ্বলছে আগুন চোখে,
আয় দামিনী আয় রে ফিরে
গর্ভে ধরি তোকে ।
শল্য- সূঁচে বিদ্ধ শরীর
জীর্ণ খোলস তোর,
ক্ষীণ আশাতে বেঁচেছিলি
হয়তো হবে ভোর ।
হয়তো আবার ফিরে পাবি
পুরনো সেই দিন
আড্ডা মারার জায়গা হবে
কলেজের ক্যান্টিন ।
মা যত্নে বেঁধে দেবে
অগোছালো চুল ,
বকুনিটা বাবা দেবে
করলে গুণে ভুল ।
লড়াই করে জিতে যাবার
স্বপ্ন ছিল চোখে,
আয় দামিনী মা রে আমার
গর্ভে ধরি তোকে ।।
শান্তিতে তুই আছিস জানি
পরমাত্মার কোলে
হারিয়ে তোকে হেথায় মোরা
ভাসছি চোখের জলে ।
শরীর শুধু ছেড়ে গেছিস
বেঁচে আছে মন ,
তোর অপূরণ আশা যত
করবো তা পূরণ ।
লালসাকামী নরপিশাচ
জানিয়ে রাখি তোকে
আসবে ফিরে লাখ দামিনী
এই ধরণীর বুকে ।
জ্বালিয়ে দেবে পুরুষাঙ্গ
পুড়িয়ে দেবে হাত
প্রতিহিংসার প্রবল ধারায়
হানবে প্রতিঘাত ।
তৈরি হয়ে আছি মোরা
আগুন জ্বেলে চোখে
আয় দামিনী গর্ব নিয়ে
গর্ভে ধরি তোকে ।
আয় দামিনী মা রে আমার
জন্ম দেবো তোকে ।।